Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।
এপ্রিল ১৮, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে অতিরিক্ত মালামাল বোঝাই একটি ব্যাটারি চালিত অটো রিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মোঃ আল আমিন (২৭), সে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

ওসি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুন বোঝাই ব্যাটারি চালিত একটি অটোরিকশা বুড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় খাদে পড়ে যায়। এতে চালক আলামিন অটোরিকশাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে বুড়িচং হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়ে যায় চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।

খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত অটো রিক্সাটিকে জব্দ করে।