এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের হজ পালনে ইচ্ছুক প্রত্যেককে "নুসুক" প্ল্যাটফর্মের মাধ্যমে এবং একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম "তাসরিহ" এর প্রযুক্তিগত সংযুক্তির মাধ্যমে হজের অনুমতি (হজ পারমিট) নিতে হবে। একই সঙ্গে, হজের নিয়ম-কানুন ও নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে যাতে পবিত্র হজ পালনে আসা মুসল্লিরা নির্বিঘ্নে ও নিরাপদে হজ সম্পন্ন করতে পারেন।
বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, শুধুমাত্র হজ ভিসাধারীরাই হজ পালন করতে পারবেন। অন্যান্য সব ধরনের ভিসা – যেমন ট্যুরিস্ট, ব্যবসায়িক বা ওমরাহ ভিসা – হজ পালনের অনুমতি দেয় না। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে তা হজ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এছাড়াও, মন্ত্রণালয় ভুয়া হজ ক্যাম্পেইন ও প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা জানান, এ ধরনের ভুয়া প্রচার-প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।