এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। পেন্টাগন শুক্রবার ঘোষণা করেছে যে, আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়ায় অবস্থানরত প্রায় ২০০০ মার্কিন সেনা কমিয়ে ১০০০-এরও নিচে নিয়ে আসা হবে।
পেন্টাগনের মুখপাত্র শন বারনেল এক বিবৃতিতে বলেন, "প্রতিরক্ষা মন্ত্রী আজ সিরিয়ায় কিছু নির্দিষ্ট স্থানে মার্কিন বাহিনী জোরদার করার নির্দেশ দিয়েছেন।" তিনি আরও জানান, "এই শর্তসাপেক্ষ এবং সুচিন্তিত প্রক্রিয়ার মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা কমিয়ে ১০০০-এরও নিচে নামানো হবে।"
এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।