গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো পরিষদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ হতে দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো পরিষদের আহবায়ক মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে
সদর উপজেলার ঘেনাসুর মাট প্রাঙ্গনে ৪ টি দল ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। বড়ফা ফুটবল একাডেমি, শুকতাইল একাডেমি, চন্দ্র দিঘলিয়া একাডেমি ও ঘেনাসুর একাডেমি। এই ফুটবল খেলায় ১-৩ গোলে প্রথম বিজয় হয়, শুকইল একাডেমি ও দ্বিতীয় স্হানে চন্দ্র দিঘলিয়া একাডেমি এবং বেস্ট খেলোয়াড় হিসেবে বিজয়ী হয় জিহাদ ফকির। প্রধান অতিথি ও বিষেশ অতিথিদের সাথে নিয়ে
বিজয়ীদের পুরস্কার তুলেদেন আরাফাএত রহমান কোকো পরিষদের আহবায়ক মোঃ জুবায়ের হোসেন, যুগ্ম আহবায়ক আরিফুল হক আরিফ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল খায়ের, বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম সেলিন, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, কলেজ কমিটির সভাপতি সোহান আল ইমাম ও আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য সচিব শাহিনুল ইসলাম দুখু।