এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাত:-
যুক্তরাষ্ট্র ও ইরান তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনার দ্বিতীয় দফায় "খুব ভালো অগ্রগতি" করেছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।
শনিবার রোমে অনুষ্ঠিত চার ঘণ্টাব্যাপী আলোচনার পর তিনি জানান, “আজ আমাদের দ্বিতীয় দফার আলোচনায়, যা চার ঘণ্টা স্থায়ী হয়েছিল, আমরা প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় ধরণের আলোচনাতেই খুব ভালো অগ্রগতি অর্জন করেছি।”
ইরানও এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ আগামী সপ্তাহে আবারও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
এই আলোচনাগুলো ইরানের পরমাণু কর্মসূচি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।