মোমিন আলি লস্কর জয়নগর:-
আবারো বড় ভাঙ্গন জয়নগরে, সিপিআইএম কংগ্রেস এসইউসিআই এর নেতৃত্ব সহ ৫০০ অধিক কর্মী সমর্থক বিধায়ক হাত ধরে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে ।জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর অঞ্চলের উত্তর দুর্গাপুর মোড়ে অভিজিৎ ব্যানার্জি ও যুব তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি রুপোম লস্কর এবং দক্ষিণ ২৪পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্করের অক্রান্ত পরিশ্রমের জয়নগর বিধান সভার বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাসের উপস্থিতে সিপিআইএমের উত্তর দুর্গাপুর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী,ঐ অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য সালাউদ্দিন শেখ,ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন মোল্লা এবং কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্ৰামপঞ্চয়তের বিরধী দলনেতা মনিরুদ্দীন গাজী সহ এস ইউ সি আই এর উত্তর দুর্গাপুর অঞ্চলের সদস্যা রুখসানা লস্কর সকলে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে বিধায়কের উপস্থিতে বিধায়কের হাতধরে প্রায় ৫০০ জনের অধিক জনসমর্থন নিয়ে তৃনমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়।
একদিকে সারা রাজ্য জুড়ে যখন বিজেপি সিপিএম কংগ্রেস ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে রাজনীতির ময়দানে ফায়দা তোলার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেসকে বদনাম করে মানুষের কাছে জায়গা করার চেষ্টা করছে, ঠিক তখনই বিরোধীদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করতে, আগামী ২০২৬সালের বিধানসভা নির্বাচনের পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের হাতকে আরো শক্ত করতে জয়নগর বিধানসভা কেন্দ্রে প্রায় ৫০০ জনের অধিক কর্মী সমর্থক নিয়ে ৫০ জনেরও বেশি নেতৃত্ব আজ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে। উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুর মোড়ে এই যোগদান পর্ব অনুষ্ঠান হয়।উত্তর দুর্গাপুর অঞ্চলের উত্তর দুর্গাপুর মোড়ে যোগদান মেলা অনুষ্টানে উপস্থিত ছিলেন জয়নগর বিধান সভার বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস ,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্যা বন্দনা লস্কর, দক্ষিণ ২৪ পরগনা জেলার জয় হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর, ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামীম আহমেদ ঢালী।
রুপোম লস্কর , অভিজিৎ ব্যানার্জি,তৃণমূল যুব নেতা আরিফ আহমেদ, মাতিন ,উত্তর দুর্গাপুর অঞ্চলের প্রধান -উপপ্রধান সদস্য সদস্যা সহ একাধিক বিশিষ্ট নেতৃত্বরা।