Crime News tv 24
ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি নিশ্চিত হওয়ার পরেই নির্বাচন চাই- ডা.আব্দুল মোবিন

মো: কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি:-
এপ্রিল ২১, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি নিশ্চিত হওয়ার পরেই নির্বাচনের দাবী জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন। তিনি আজ চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ তৈরি করে নির্বাচন দিতে হবে অন্যথায় বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কারের মাধ্যমে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।
এসময় মতলব উত্তর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার, সেক্রেটারী মেহেদী হাসান নাজির,
ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি এইচএম রবিউল আলম, মতলব পৌর জামায়াতে ইসলামীর সভাপতি জসিম উদ্দিন প্রধান মতলব পৌরসভার নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহজালাল মিয়া সহ মতলব উত্তর উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার জামায়াতে ইসলামীর নেতাকর্মী উপস্থিত ছিলেন।