এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে ক্রমাগত অভিযানের অংশ হিসেবে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের জাল নোট ও নকলপণ্যবিরোধী বিভাগ সম্প্রতি দুইজন ক্যামেরুনীয় নাগরিককে আটক করেছে।
তদন্তে জানা গেছে, আটককৃতরা একশো মার্কিন ডলারের নকল নোট অর্ধেক মূল্যে বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছিলেন। তারা ভুক্তভোগীদের বোঝাতে চেষ্টা করেন যে, এই নকল নোট কুয়েতি দিনারে পরিবর্তন করা যাবে এবং এর মাধ্যমে মোটা অঙ্কের লাভ সম্ভব।
একটি পরিকল্পিত অভিযানে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণার প্রমাণস্বরূপ জাল নোট উদ্ধার করা হয়, যা তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
দেশের নিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যেন তারা অবৈধ লাভের আশায় কোনো প্রতারণার ফাঁদে পা না দেন।