ঝালকাঠিতে এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রদলের পক্ষ থেকে পানি ও কলম বিতরন করা হয়। জেলা ছাত্রদলের আয়োজনে ২১ এপ্রিল সোমবার সকালে সদরের শের-ই-বাংলা ফজলুল হক ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকের সামনে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও কলম বিতরন করেন। এছাড়াও ছাত্রদলের পক্ষ থেকে হেল্প ডেক্স এর ব্যবস্থা করা হয়। হেল্প ডেক্সের মাধ্যমে পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থা সহ বিশুদ্ধ পানি, স্যালাইন, শরবত ও ঔষধের ব্যবস্থা করা হয়।
এ সময় জেলা ছাত্রদল সভাপতি মো: আরিফুর রহমান খান জানান, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষাকেন্দ্রের বাহিরে একটি হেল্পডেক্সের আয়োজন করি। বিশেষ করে আজকে একদিকে গরমের তীব্রতা অনেক বেশি অপরদিকে পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ গনিত পরীক্ষা থাকায় আজ বিনয়কাঠি পরীক্ষা কেন্দ্রে আমাদের পক্ষ থেকে এ ব্যবস্থা গ্রহন করা হয়।এছাড়া এসএসসি পরীক্ষা শুরুর দিন থেকে আমরা পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা করেছি।
পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণের সময় মো: তৌহিদুর রহমান সভাপতি ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদল,
মো: আমিনুল ইসলাম প্রচার সম্পাদক ঝালকাঠি জেলা ছাত্রদল, নজরুল ইসলাম রানা যুগ্ন- আহবায়ক ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদল, মো: তারেক রহমান সভাপতি শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ ছাত্রদল, গোলাম রাব্বি সভাপতি বিনয়কাঠি ইউনিয়ন ছাত্রদল, মো: সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক বিনয়কাঠি ইউনিয়ন ছাত্রদল সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয় পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা জানান, আজকে প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের মধ্য ৩ থেকে ৪ ঘন্টা বসে দাড়িয়ে থাকতে হতো। আজ ছাত্রদলের পক্ষ থেকে তারা আমাদের বসার জন্য ব্যবস্থা করেছেন শুধু তাই নয় গরমে আমরা যেন কোন অভিভাবক অসুস্থ হয়ে না পড়ি সেজন্য তারা বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবতের ব্যবস্থা করেছেন যা প্রসংশনীয়।