Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল

আরব মন্ত্রিসভা কমিটি জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্বের অব্যাহত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে

admin
এপ্রিল ২৪, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

মধ্যপ্রাচ্যঃ জেরুজালেম শহরে ইসরায়েলের অবৈধ নীতি ও পদক্ষেপ মোকাবেলায় আরব দেশগুলোর গৃহীত কৌশলগত পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত আরব মন্ত্রিসভা কমিটি আজ (বুধবার) দখলদার ইসরায়েলি বাহিনীর পদ্ধতিগত লঙ্ঘন ও নীতির তীব্র নিন্দা জানিয়েছে।

এই মন্তব্য আসে আরব লীগের সদর দপ্তরে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের ১৬৩তম অধিবেশনের সময় কমিটির নবম বৈঠকের শেষে প্রকাশিত এক বিবৃতিতে। বৈঠকে সভাপতিত্ব করেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল-সাফাদি।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে ইসরায়েলি দখলদারিত্বের অবৈধ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়, যেগুলোর মাধ্যমে জেরুজালেম শহরের আরব-ইসলামি ও খ্রিস্টান পরিচিতি এবং এর আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের চেষ্টা চলছে। এতে আল-আকসা মসজিদ ও শেখ জাররাহ পাড়াসহ পবিত্র স্থানগুলোও অন্তর্ভুক্ত।

কমিটি এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে অভিহিত করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানায়।