নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত পুরাতন শত্রুতার জেরে সংঘটিত একটি হামলার ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, গত ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
বাদী মোঃ মিকাইল মোল্যা অভিযোগে জানান, পূর্ব শত্রুতার ধারাবাহিকতায় আসামিরা সংগঠিতভাবে বেআইনী জনতা তৈরি করে পরিকল্পিতভাবে হামলা চালায়। ঘটনার শুরুতে ১নং আসামী সাইফুল ইসলাম নির্দেশ দেন তার সহযোগীদের। এরপর ২নং থেকে ১০নং আসামিরা ধারালো অস্ত্র ও লোহার রড, হাতুড়ি, চাইনিজ কুড়াল নিয়ে হামলা চালায়।
বাদীর ভাই বিল্লাল মোল্যা ও ভাতিজা সাজেদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে একাধিকবার কোপ ও আঘাত করা হয়। বিল্লালের হাত, কপাল, পা ও পিঠে গুরুতর আঘাত লাগে এবং তার ভাতিজা সাজেদুলের হাতের কবজি ও কাঁধে মারাত্মক জখম হয়।
এছাড়া বিল্লালের স্ত্রী ফুলজাহান বেগম আগিয়ে এলে তার গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ ৪০ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয়। এরপর আসামিরা বসত ঘরে প্রবেশ করে বিছানার নিচ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায় ও বাড়িঘরে ভাঙচুর করে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।
হামলার পর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত বিল্লাল মোল্যা, সাজেদুল ইসলাম ও ফুলজাহান বেগমকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিল্লাল মোল্যাকে যশোর সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
অভিযোগে বলা হয়েছে, লোহাগড়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। আহতদের চিকিৎসা ও জখমী সনদের জন্য কিছুটা বিলম্ব হয়।
বাদী আদালতের আশ্রয় নিয়ে মামলাটি আমলে নেওয়া ও অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা করেছেন।