Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল

চিলমারীতে মাদক কারবারি কাজে সাংবাদিকের গাড়ি ব্যবহার আটক-০১

হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ২৫, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে সাংবাদিকের গাড়ি ব্যবহার করে, ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ শে এপ্রিল) সকাল ১১.৩০ মিনিটে দিকে উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন চিলমারী উপজেলার (সবুজ পাড়া) গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম মিয়া। জানা গেছে, আটক ব্যক্তি ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার লোগো ও ‘প্রেস’ লেখা সম্বলিত স্টিকার ব্যবহার করা একটি মোটরসাইকেলে মাদক পরিবহন করে ছিলেন। সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় তাকে  সন্দেহভাজন হিসেবে থামানো হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও বিক্রিত মাদকের নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বলেন, “নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ঐ ব্যক্তিকে আটক করেছি। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে তাকে চিলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।”সেনাবাহিনীর তৎপরতায় চিলমারী এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ডার।