আজ ২৪ এপ্রিল, ২০২৫ সকাল ১০টায় নওগাঁ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে লেখক ও গবেষক মোস্তফা আল মেহমুদ রাসেল রচিত “রুপশ্রী অপেরা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
একুশে পরিষদ নওগাঁর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী’র গবেষনা কর্মকর্তা জনাব মামুন সিদ্দিকী। আলোচক ছিলেন বদলগাছী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব রবিউর রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব রায়হান আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি, লেখক গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান,
রুপশ্রী অপেরা বইয়ের লেখক, একুশে পরিষদ নওগাঁ এর সাধারণ সম্পাদক জনাব মোস্তফা আল মেহমুদ রাসেল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ ময়নুল হক দুলদুল,
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েস উদ্দিন, যাত্রাশিল্পের পথিকৃৎ “রুপশ্রী অপেরা”র প্রতিষ্ঠাতা নওগাঁর রাণীনগরের ভাটকে নিবাসী স্বর্গীয় খগেন্দ্র নারায়ণ লস্কর এর ভ্রাতা অধ্যাপক সত্যেন্দ্র নারায়ণ লস্কর, ভাতিজা প্রদীপ কুমার লস্কর, পরিবারের অন্যান্য সদস্যগণ,
রূপশ্রী অপেরার শিল্পীগণ এবং নওগাঁর বিভিন্ন স্তরের অভিনয় শিল্পী, সংগীত শিল্পী, নৃত্য শিল্পীসহ সাংস্কৃতিক সুধীজন। আলোচনায় বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের লোকসংস্কৃতি রক্ষায় যাত্রাশিল্প পূনরুজ্জীবিত হোক এরুপ প্রত্যাশা করা হয়।
নওগাঁ #