পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন ভাষন্ডা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হারুন বিশ্বাস (৫৫) নামের এক বৃদ্ধ গুরুত্বর জখম হয়েছে।আহত হারুন বিশ্বাস ভাষন্ডা গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে।গত শুক্রবার রাত ৮ টায় হাসেম মার্কেটের চৌরাস্তায় বসে এ হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মীর্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করে।সেখানে গুরুতর আহতর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সূত্রে জানা গেছে, আহত হারুন বিশ্বাসের সাথে তার বাড়ির পার্শ্ববর্তী শহিদুল ও আনোয়ার এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।এ নিয়ে মামলা হলে হারুন বিশ্বাসের পক্ষে রায় আসে। এরপর স্থানীয়ভাবে একাধিকবার সালিশি হলে তা হারুণ বিশ্বাসের পক্ষে আসে।
এদিকে প্রতিপক্ষ শহিদুল ও আনোয়ার জোরপূর্বক তাদের পেশী শক্তির মাধ্যমে সেই জমি দখল দিবে বলে হারুন বিশ্বাস কে একাধিকবার হত্যার হুমকি দেয়।আর এরই ধারায়িকতায় গত শুক্রবার রাত আটটায় হাশেম মার্কেটের চৌরাস্তায় বসে হারুন বিশ্বাসকে একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে মৃত আজহার মৃধার ছেলে শহিদুল, আনোয়ার, হৃদয়, হীরা সহ অজ্ঞাত ৮-১০ জন হারুন বিশ্বাস কে এলোপাতাড়ি মারধর শুরু করে।
এ সময় শহিদুল ও আনোয়ার বৃদ্ধ হারুন বিশ্বাস কে তুলে একটি আচার দেয় এরপর রড দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে।পরে আহতর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । বর্তমানে আহত হারুন বিশ্বাস শেবাচিমের পুরুষ অর্থপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।