Crime News tv 24
ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় কলেজে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদের সংবাদ সম্মেলন।

Link Copied!

সলঙ্গায় দাদপুর জিআর ডিগ্রী কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

সিরাজগঞ্জের সলঙ্গায় দাদপুর জিআর ডিগ্রী কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোকবার (২৭ এপ্রিল) সকালে সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী কলেজ হল রুমে এ সংবাদ সম্মেলন করে কলেজ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।

এ সময় তিনি বলেন, কামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। তারা প্রথম কলেজের নাইটগার্ড রোস্তম আলী কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি কক্ষ ও কম্পিউটার ভাঙচুর করে। পরে ৪টি কম্পিউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। দুর্বৃত্তমূলক এ ধরনের কাজের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান তিনি। এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।