Crime News tv 24
ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সরকারি জমি দখল ও মাটি কাটার দায়ে ১ জন আটক – প্রাণ আরএফএল গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি

Link Copied!

মৌলভীবাজার সদর উপজেলার ১০ নম্বর নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে সরকারি খাস জমি দখল ও মাটি কাটার অভিযোগে মোঃ আবুল কাসেম (৩০), পিতা: আকলু মিয়া, গ্রাম: দুঘর, ডাক: বৈদ্যজ্ঞাতি, নাজিরাবাদ, মৌলভীবাজার সদর, মৌলভীবাজারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আসামি মোঃ আবুল কাসেম দোষ স্বীকার করলে তাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সরকারি জমি দখল এবং অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, হাইল হাওরে প্রাণ আরএফএল গ্রুপের দখল ও মাটি কাটার কারণে হাওরের জীববৈচিত্র্য, পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তারা দ্রুত প্রাণ আরএফএল-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাইল হাওর রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, হাওর রক্ষায় প্রশাসনের এই ধরনের পদক্ষেপ আরও জোরদার করা উচিত এবং বৃহৎ প্রতিষ্ঠানের অবৈধ দখল ঠেকাতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ কৃষকসহ সচেতন মহল প্রাণ আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠানের হাত থেকে হাইল হাওর রক্ষা করার জন্য মানববন্ধন, জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদানসহ আন্দোলন করে আসছেন, যা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।

এ বিষয়ে হাইল হাওর রক্ষায় কৃষকদের পক্ষে মোঃ খাইরুল ইসলাম মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তিনি জানান, “আমরা আশা করছি জেলা প্রশাসন দ্রুত হাইল হাওর রক্ষা ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”