সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে “এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মশকর আলী।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, আমাদের প্রকল্পের লক্ষ্য কৃষকদের জন্য সঠিক প্রযুক্তি ও কৃষি চর্চা প্রচলন করা, যাতে তারা নিজেদের কৃষি আবাদে লাভবান হতে পারেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ। তিনি বলেন, কৃষি সম্প্রসারণের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি ও কৃষি চর্চার প্রচলন করতে চাই, যাতে কৃষকরা উন্নত পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন। এর মাধ্যমে কৃষকদের বিশেষত জৈব পদ্ধতিতে চাষাবাদ শেখানো হবে। পরবর্তীতে এই স্কুলগুলো ফার্মার সার্ভিস সেন্টারে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিৎ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা পার্টনার প্রকল্পের আওতায় বিভিন্ন প্রযুক্তি চাষ, উত্তম কৃষি চর্চা ও পার্টনার ফিল্ড স্কুল নিয়ে আলোচনা করেন। এসময় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এম. রওশন আলম
বিশেষ প্রতিনিধি
মোবাইল : ০১৭১৩৬০৮৭৪৭
তারিখ : ২৭-০৪-২৫