“মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসক নীলফামারীর অভিনব উদ্যোগে প্রতিষ্ঠিত রক্ত দাতা ও গ্রহীতাদের ডিজিটাল প্লাটফর্ম “হিমোগ্লোবিন” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৭ এপ্রিল রোববার নীলফামারী জেলা প্রসাশক এর আয়োজনে, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, জেলা প্রশাসক নীলফামারীর উদ্যোগে রক্ত দাতা ও গ্রহীতাদের ডিজিটাল প্লাটফর্ম “হিমোগ্লোবিন” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন, জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ” এই মূলমন্ত্রকে ধারণ করেই ‘হিমোগ্লোবিন’ নামক ডিজিটাল রক্তদান প্ল্যাটফর্মটির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নীলফামারী জেলার মানুষের জন্য সহজ, দ্রুত ও কার্যকর রক্তসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। জেলা প্রশাসক আরো বলেন, www.hemoglobin-nil.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর একজন ব্যবহারকারী নিজের মোবাইল নম্বর ও জন্মতারিখ দিয়ে ওয়েবসাইটে লগ-ইন করতে পারবেন এবং জরুরী প্রয়োজনের সময় আমাদের ওয়েবসাইটে ব্লাড গ্রুপ, উপজেলা, ইউনিয়ন দিয়ে ফিল্টার করে নিকটবর্তী রক্ত দাতার সন্ধান করতে পারবেন এবং মোবাইল নম্বর ব্যবহার করে তাদের সাথে দ্রুততম সময়ে যোগাযোগ করতে পারবেন।
জেলা প্রশাসক, নীলফামারী জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগ, ঐকান্তিক প্রচেষ্টা ও প্রত্যক্ষ নির্দেশনায় এই প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসক, নীলফামারী মহোদয়ের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম এ উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য নিয়মিত কাজ করছে। সিভিল সার্জন কার্যালয়, নীলফামারী রক্তের গ্রুপ নির্ণয় ও ভলান্টিয়ারদের প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদান করছে এবং বাংলাদেশ স্কাউটস, নীলফামারী জেলা এর সদস্যরা ভলান্টিয়ার হিসেবে কাজ করে এ মহতী কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্লাটফর্মটির ভিশন হলো একটি সুসংগঠিত ও প্রযুক্তিনির্ভর রক্তদান নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে সকলের রক্তের গ্রুপ নির্ধারণ ও সম্ভাব্য রক্তদাতাদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা। যেসকল ছাত্র-ছাত্রী অদ্যাবধি ব্লাড গ্রুপ নির্ধারণ করেনি, তাদেরকে ক্যাম্পেইনিং এর মাধ্যমে ব্লাড গ্রুপ নির্ধারণে সহায়তা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আব্দুস সামাদ শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহসীন, নীলফামারী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মলি আক্তার, সহ উক্ত জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।