বায়তুল মোকাররম এফ ক্যাটাগরি দোকান মালিক সমিতির (রেজি. নম্বর-১৮৩৪) নবনির্বাচিত কমিটিকে সংবর্ধন দিয়েছে বায়তুল মোকাররম যুব ফোরাম। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে এফ ক্যাটাগরি মার্কেট প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক খান দোলন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ফোরামের সভাপতি নজিব উল্লাহ আরিফ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন সভাপতি হাজী মোহাম্মদ মহিব উল্ল্যাহ্ (রাজু খান)-এর নেতৃত্বে এফ ক্যাটাগরি দোকান মালিক সমিতির উন্নয়ন, ঐক্য এবং সৌহার্দ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মহিব উল্ল্যাহ্ (রাজু খান) তার বক্তব্যে যুব ফোরামসহ স্থানীয় সকল ব্যবসায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যুব ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যুব ফোরামের ইতিবাচক ভূমিকা সমাজ উন্নয়নে অনুকরণীয় হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।