কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কার্টুন গোডাউন পুড়ে ছাই ।
রবিবার ২৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯ টায় দিকে বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন আরাগ রোড মডেল একাডেমীয় ও চায়না আলিমের বাসায় সমানে কার্টুন গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা হয়নি কার্টুন গোডাউনটি।
স্থানীয় সুত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯ টায় দিকে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
মোঃ খলিলুর রহমান বলেন, আমি দীর্ঘ ২ বছর যাবত ভাঙারী ব্যবসায় করে আসছি প্রতিদিনের মতোই গোডাউনের পলিথিন ও কার্টুন ঠিক করে বাসায় যাই। ২০ মিনিট পর আমার ছেলে এসে বলে গোডাউনে আগুন লেগেছে। গোডাউনের কার্টুন, পলিথিন ও উপরের টিন পুড়ে যায়। প্রায় ৪০ হাজার টাকায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গাজী মাহফুজ ও মোঃ মশিউর বলেন, মডেল একাডেমী য় সমানে কার্টুন গোডাউনে আগুন লেগেছে শুনে দ্রুত গিয়ে নিয়ন্ত্রণ করায় জন্য চেষ্টা করি।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান বুড়িচং সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম।
এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান সরকার বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এবং ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।