"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" প্রতিপাদ্যের আলোকে খুলনার পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এর পর আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা লিগ্যাল এইডের আয়োজনে উপজেলা আইনজীবী সমিতির দ্বিতল ভবনে উপজেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান এবং সিনিয়র সহকারী জজ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুল সাত্তার ও সেক্রেটারি অ্যাড. জিএম আক্কাছ আলি'র সঞ্চালনায় বক্তৃতা করেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট পংকজ কুমার ধর ও অজিত কুমার মন্ডল, সিনিয়র আইনজীবী কিশোরী মোহন মন্ডল, শফিকুল ইসলাম কচি, তৈয়ব হোসেন নূর, দিপংকর সাহা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, অ্যাডভোকেট সমীর কুমার ঘোষ, মোজাফ্ফর হোসেন, এফএমএ রাজ্জাক, আব্দুল মজিদ, চিত্তরঞ্জন সরকার, প্রশান্ত মন্ডল, নাদিমুজ্জামান, উত্তম সানা, শংকর ঢালী, অরুন মন্ডল, রেখা রাণী, রেহানা আক্তার, রওশনা আক্তার, ষোলআনা সভাপতি জিএম শুকুরুজ্জামান, আইনজীবী সহকারী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।