Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পরে যুবকের মৃত্যু

Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে, উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনাটি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন, রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন। তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের, রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে, লিটন মিয়া (১৯) বলে জানা গেছে। ইউপি সদস্য স্বপন বলেন, প্রতিদিনের মত আজকে ও সকালে বাবার সাথে মাছ ধরতে যায় লিটন। দুপুরের দিকে জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ সময় তার সাথে থাকা লোকজন অনেক খোঁজা-খুঁজির পরে অবশেষে ২ ঘন্টা পর তার মরদ উদ্ধার করেন। পরে তার মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।