হারুন শেখ বাগেরহাট প্রতিনিধি:-
বাগেরহাটের রামপালে নবপল্লব প্রকল্পের এক অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিকরণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। এ সময বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল'র সভাপতি এম, এ সবুর রানা, নবপল্লবের টেকনিকাল এডভাইজার মোজাম্মেল হক (ডিএসকে), কেয়ার'র রিজিওনাল ম্যানেজার লুৎফা পারভীন, মনিটরিং কর্মকর্তা মাসুদ করিম (ডিএসকে), অরুন গাঙ্গুলী, ফিল্ড ম্যানেজার নুসরাত জাহান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও এনজিও'র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। নবপল্লব সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ও জলবায়ু অভিঘাত মোকাবেলার সক্ষমতার বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে জীবাশ্ম জালানির ব্যবহারে নিরুউৎসাহিত করা এবং নবায়নযোগ্য জালানির ব্যবহার বৃদ্ধি করা, স্যানিটেশন, সুপেয় পানি, পরিবেশ প্রতিবেশ রক্ষায় খাল খননসহ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হবে বলে কর্মশালায় অবহিত করা হয়।