কবি আসাদ উল্লাহ
মানুষ কত কথা বলে, লিখে প্রেম-ভালোবাসা-বিরহ-
খিস্তিখেউড়ও কম জানে না
যেনো তাদের বুকের তলে ঘুমায় নিষিদ্ধ নারী ও পুরুষ।
অথচ বৃক্ষ কিছুই বলে না
চুপচাপ দাঁড়িয়ে থাকে পথে- মায়ের শান্ত মুখশ্রী-
ছায়া দেয় পবিত্র আঁচল থেকে ঝরে ফুল-ফল
পাখি আশ্রয় আনন্দে হেসে হেসে উড়ে
ক্লান্ত পথিক মিটিয়ে নেয় ক্ষুধা তৃষ্ণা এবং পাখিও।
তারপর ট্রেন ফেল করা যাত্রীর মতো এখানে ওখানে হিসু করে-
পাখি-পশু-মানুষ কে জানে কোনটি কার পরিচয় চিহৃ
প্রত্যেকেই যেনো গোঁয়ার শুয়োর, গদগদ কণ্ঠে যে যার মত যায়
চুপচাপ দাঁড়িয়ে থাকে বৃক্ষ, যেমন দাঁড়িয়েছিলো।