মোঃ আউয়াল ক্রাইম রিপোর্টার:-
ক্যাসিনোবিরোধী অভিযানে রাজধানীর ক্লাবপাড়ার। জুয়ার আস্তানা তছনছ হলেও কয়েক বছর ঘুরতেই ফের জমজমাট হয়ে উঠেছে।
দেশের ছাত্র আন্দোলনে দেশের জনগণ
স্বৈরাচারী আখ্যা দেওয়া সরকার ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে সারাদেশে অভিযান শুরুর পরপরই চক্রের সদস্যরা অনেকেই থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতে গা ঢাকা দিলেও আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন হলে ক্যাসিনো জুয়ার একাধিক সদস্য একত্র হয়ে গড়ে তুলেছে রাজধানীর আরামবাগ ক্লাবে শক্তিশালী সিন্ডিকেট,কাটাকাটি ও ৩ তাস ফ্লাশ সহ বাহারী নামের ক্যাসিনো জুয়া রাজধানী প্রাণকেন্দ্রে মতিঝিল এলাকার আরাম বাগ ক্লাবে চালিয়ে আসছে।
আরামবাগ ক্রীরা সংঘ ক্লাব এ সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোটি কোটি টাকার জুয়া খেলা চালিয়ে আসছে বেশ কয়েকটি সিন্ডিকেট আরামবাগ ক্রীরা সংঘ ক্লাবের জুয়া নিয়ন্ত্রণ করছেন সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মমিনুল হক সাঈদের সহযোগি নজরুল,আলি মিয়া,মানিক ও হিরন ।