কলমে রিতুনুর:-
05.12.2024 ইংরেজি
অপেক্ষায় আছি কবে পড়বে কনকনে শীতহবে অতিথি পাখিদের সাথে
মানুষের মিত।
নদীর জলে উঠবে জ্বলজ্যান্ত ধুঁয়া,
চায়ের আড্ডায় মেতে উঠে
দেবে সবাই ফুঁয়া।
রাখালের সুরেলা কণ্ঠে
বাজবে সুর,
ভাবনাগুলো কবির নয়তে বহুদূর।
রাতে যখন কুয়াশায় চাঁদ যাবে ঢেকে,
শিয়াল-বেজির দল উঠবে ডেকে
মুগ্ধ হবে মানুষজন এসব দেখে।
মাঠে মাঠে পাকা ধান কাটবে চাষি,
ফুটিবে ধনী গরীব দুঃখী'জনের মুখের হাসি।
প্রকৃতি যখন অনাবিল আনন্দে
মিলবে তাল,
টুপটাপ শিশির ফোঁটায় ভিজবে টিনের চাল।
বুঝবো তখন শীত এসেছে পরিবার নিয়ে,
অপ্যায়ন হবে শীতের নানান
পিঠা পুলি দিয়ে।
পাটিসাপটা দুধ দিতোই মালাই কাঁড়ি
পিঠা উৎসব হোক সবার বাড়ি বাড়ি।
ফেরিওয়ালার হাঁকডাক শুনলে ভোরে
খেজুরের রস খাও বাড়ির সবাই মজা করে।