Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদেশী অস্ত্রসহ যুবক আটক।

admin
ডিসেম্বর ৫, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

হারুন শেখ জেলা প্রতিনিধি, বাগেরহাট:-

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশী ও বিদেশী অস্ত্রসহ সুমন শেখ(৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) ভোর ৫ টার দিকে রামচন্দ্রপুর  ইউনিয়নের বর্ষীবাওয়া গ্রামের মোশারফে শেখের ছেলে সুমন শেখকে অস্ত্রসহ তার বাড়ি থেকে আটক করে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। মোরেলগঞ্জথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


তার নিকট থেকে একটি বিদেশী .৯ এমএম পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত একটি সয়ংক্রিয় ব্যাটন স্টিক, দুটি রাম দা, একটি চায়নিজ কুড়াল ও দুটি পাইপ উদ্ধার করেছে। অভিযানে সেনাবাহিনীর মোরেলগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপটেন জাফরুল হাসান ও থানার ওসি মো. রাকিবুল হাসান নেতৃত্ব দেন।


মোরেলগঞ্জথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টা থেকে বেলা ৮ টা পর্যন্ত সুমন শেখের বাড়িতে অভিযান  চালানো হয়। এসময় তার ঘর হতে একটি বিদেশী পিস্তলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।