Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় তিন দিনের ইজতেমা শুরু,মুসল্লিদের ঢল।

admin
ডিসেম্বর ৫, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে:-

খুলনায় শুরু হয়েছে তিন দিনের ইজতেমা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর ময়ূরী আবাসিক এলাকায় তাবলীগ জামাতের আয়োজনে এই ইজতেমা শুরু হয়। আগামী ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জেলা ইজতেমা।খুলনা জেলা ইজতেমা ময়দানের দায়িত্বশীলরা জানান, প্রতিদিন ফজরের পর, যোহর/জুমা বাদ, আসর বাদ ও মাগরিব বাদ দেশ-বিদেশের আলেম-ওলামাগণ বয়ান দেবেন। এবার আরব, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের ভোপালের ৩৬ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন।
জেলা ইজতেমা ময়দানের জিম্মাদার মোঃ আতিকুর রহমান বলেন, তিন দিনের এই ইজতেমা ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার মুসল্লিরা এই ইজতেমায় অংশ নিয়েছেন।
জানা যায়,খুলনার ময়ূরী আবাসিকের শেষ প্রান্তে ইজতেমা ময়দানে হাজার হাজার মুসল্লিরা অবস্থান নিয়েছেন। খুলনার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে এসেছেন। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যত সময় যাচ্ছে লোকসমাগম বেড়েই চলেছে। আগামীকাল শুক্রবার এ অঞ্চলের অন্যতম বৃহৎ জুম্মার নামাজ এখানে অনুষ্ঠিত হবে বলে, আশাবাদ ব্যক্ত করেছেন মুসল্লিরা।
ইজতেমা ময়দানের চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ছাড়া মঞ্চের দুই পাশে দুটি টিম, প্রবেশ পথে আয়োজকদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করছে। প্রধান প্রবেশ পথে টহল টিম দায়িত্ব পালন করছে। ২৪ ঘণ্টা তিন শিফটে বিভক্ত হয়ে নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,খুলনা জেলা ইজতেমাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভাবেই ইজতেমা সম্পন্ন হবে।