কলমে রিতুনুর:-
06-12-2024 ইংরেজি
তোমার জন্য পাঠিয়ে দিলাম
নীল গোলাপ ফুল,
ক্ষমা করে দিও যদি হয় ভুল।
গাল তুলতুল লম্বা চুল
হাতে রেশমি চুড়ি,
মনে হয় সারাদিন হাত ধরে ঘুরি।
জানিনা তুমি থাকো কোন গায়?
ধনীর দুলালি তাই সোনার নুপুর পায়।
আমি অতি হতদরিদ্র কৃষকের ছেলে,
সুন্দরী তিলোত্তমা রূপের অনন্যা
তোমার মত রাজকন্যা
আর দেখিনি পৃথিবীতে
কখনোই চোখ মেলে।
যদি দয়া হয় অন্তত দিয়ে ভালোবাসতাম
বন্ধু তোমায় পেলে,
আকাশ থেকে এনে দিতাম ঝিলমিল শত তারা
বাঁচব না দিব্যি বলছি তোমায় ছাড়া।
চাঁদের দিকে হাত বাড়ালেই
চাঁদের স্পর্শ মেলে
এই প্রস্তাব দিও না দূরে তুমি ঠেলে।
তোমার জন্য এই হৃদয়ে অলিন্দে
শুধুই ব্যকুলতা,
এসো দু'জন মিলে মিশে বলি মনের কথা।