বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:-
কুমিল্লা বুড়িচং উপজেলার গাজীপুরে ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় ঘরের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ। প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেন নাসিমা জামান।
গতকাল ০৪ ডিসেম্বর বুধবার রাতে নগরীর বাটপাড়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, অভিযুক্ত ব্যক্তিরা হলেন, হারুনুর রশিদ, ষোলনল ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য জাহাঙ্গীর আলম, মো. বিল্লাল হোসেন, আওয়ামী লীগের নেতা মোহন মিয়া ও সাইফুল ইসলাম সাগর।
ভুক্তভোগী নাসিমা জামান সংবাদ সম্মেলনে বলেন, আমার বাবার বাড়ি বুড়িচং গাজীপুরে। সেখানে আমার স্বামীর কষ্টার্জিত টাকা দিয়ে ২০১৪ জায়গা কিনি। কিছু দিন আগে সেখানে ঘরের কাজ শুরু করি। কাজ শুরু করার পর গত ৯ ডিসেম্বর ৫ লক্ষ টাকার চাঁদার দাবি করে জাহাঙ্গীর সহ অভিযুক্ত ব্যক্তিরা। টাকা না দেওয়ায় তার আমার ঘরের কাজ বন্ধ করে দেয়। এবং আমাদেরকে মারধর করে। আমার অনেক জিনিসপত্র ক্ষতি করে।
আমি বিষয়টি সামাজিক ভাবে জানিয়ে আবার কাজ শুরু করলে গত ১৫ নভেম্বর আবার গিয়ে আমাদের উপরে হামলা করে। আমার মিস্ত্রিকে মারধর করে আবার কাজ বন্ধ করে দেয়। আমি অসহায় হয়ে থানাতে গেলে তারা আমাকে কোর্টে মামলা করতে বলে। তারপর আমি কোর্টে মামলা করি। মামলা করার পর থেকে তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। আমি প্রশাসনের কাছে জানতে চাই নিজের কষ্টের টাকা দিয়ে জায়গা কিনে কেন আজ চাঁদার জন্য হয়রানির শিকার হতে হচ্ছে। আমি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই যাতে আমি আমার ঘরের কাজটি নির্বিঘ্নে শেষ করতে পারি। এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
মামলার তদন্ত অফিসার এস আই লিটন ঘোষ বলেন, মামলার তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে আমি আদালতে রিপোর্ট পাঠাবো। আর মামলার কারণে তাদেরকে যদি কেউ হুমকি ধমকি দেয় তাহলে তাদেরকে বলেন থানায় অভিযোগ করার জন্য আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।