নিজস্ব প্রতিবেদক:-
চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাজার থেকে ১৬টি নকল স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার বিকেলের দিকে দর্শনা বাজারে একটি দোকান থেকে এগুলো উদ্ধার করা হয় ও চোরাকারবারিদেরকে আটক করা হয়।