Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় ভাইয়ের জমি ভাই জোড়পূর্বক দখলের অভিযোগে মানববন্ধন।

admin
ডিসেম্বর ৬, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ছাবেদুল সরকার পাবনা প্রতিনিধি:-

পাবনার সাঁথিয়ায় ভাইয়ের জমি আরেক ভাই কর্তৃক জোড়পূর্বক দখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভূক্তভোগি পরিবার।শুক্রবার(০৬ ডিসেম্বর ২০২৪ ইং) দুপুরে সাঁথিয়া পৌরসভার বোয়াইলমারী-আমোশ সড়কে মানববন্ধন করেন বোয়াইলমারী গ্রামের ভূক্তভোগী আমজাদ হোসেন ফকির ও সোনাই ফকিরের পরিবার। মানববন্ধনে নারী-পুরুষ অংশগ্রহন করে জমি জবরদখলকারী ছকের আলী ফকির গংদের বিরুদ্ধে নানা শ্লোগান দেন এবং জমি ফেরৎ ও প্রশাসনের নিকট ন্যায় বিচারের দাবী জানান তারা।

অভিযোগে জানা গেছে,সাঁথিয়া পৌরসভার বোয়াইলমারী মহল্লার ছকের আলী ফকির গং তার বৈমাত্রীয় ভাই(সৎ ভাই)আমজাদ হোসেন ফকির ও সোনাই ফকিরের আমোশ,মহিমগাছা ও আরাজি কৃষ্ণবাটি মৌজার এক একর ৪২ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে জবরদখল করে আসছে। এ ব্যাপারে গ্রাম্য এবং পৌরসভায় একাধিকবার শালিশী বৈঠক হয়। বৈঠকে আমজাদ ফকির ও সোনাই ফকিরকে জমির কাগজপত্র দেখে জমি দিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। ছকের ফকির গং তা অমান্য করে জমি দখল করে রাখে। এই সিদ্ধান্ত না মানায় সোনাই ফকিরের ছেলে রুবেল ফকির জমির দাবীতে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে থানায় প্রধানবর্গের উপস্থিতিতে শালিশী বৈঠকে উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে যার যার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া হয়।কিন্তু সেই সিদ্ধান্ত ও ছকের ফকির গং অমান্য করে জমি দখল করে রেখেছেন। এ ঘটনায় দুটি পক্ষের মধ্য উত্তেজনা বিরাজ করছে এবং যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

ভূক্তভোগি আমজাদ ফকির অভিযোগ করে বলেন,আমার ভাই ছকের ফকির জমির দলিলপত্র গোপন করে দীর্ঘদিন আমাদের জমি দখল করে রেখেছেন। জমি ছাড় না দিয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে ও হুমকিধামকি দিয়ে আসছে।

এ ব্যাপারে অভিযুক্ত ছকের আলী ফকির বলেন,আমি কারো জমি দখল করে রাখি নাই। আমি আমার ক্রয়কৃত জমি ভোগদখল করছি।