Crime News tv 24
ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির কাপসন্ডা আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চেউটিয়া ১-০ গোলে চ্যাম্পিয়ান।

admin
ডিসেম্বর ৮, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:-
“খেলা ধুলায় বাড়ে বল ,মাদক ছেড়ে খেলতে চল”এই প্রতিপাদ্যর আলোকে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডায় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চেউটিয়া অগ্রয়ী ক্লাব ফুটবল একাদশকে ১-০ গোলে বারানসিপুর সবুজ সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার বিকালে কাপসন্ডা ফুটবল মাঠে দুই দলের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় প্রথমার্ধে কোন দলই করতে পারে। দ্বিতীয় অর্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে  চেউটিয়া অগ্রয়ী ক্লাব অধিনায়ক রবিউল ইসলামের নেতৃত্বে মোঃ শরিফুল ইসলাম অপু ১৭ মিনিটের মাথায় একমাত্র গোল করে দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ক্লাবের সভাপতি ও কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন ৮ নং খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বাচ্চু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ সাইদুর রহমান, এ্যাড নাজমুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি মোঃ ময়নুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক আবু হানিফ সানা, বড়দল ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল অজেদ, শিক্ষক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল আজিজ ইসলাম, মোঃ গোলাম রাব্বানী, এম এ হাসান, নুরুল ইসলাম খোকন, এইচ এম লিটন ,ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম মোঃ ইয়াকুব আলী আকো, রবিউল ইসলাম সবুজ, মোঃ হাসমত ঢালী, রামপদ সানা, খাইরুল ইসলাম, শিমুল হোসেন, ইব্রাহিম খলিল টুকু, তাহমিনা খাতুন, রওশন আরা, সন্ধ্যা রানী মন্ডল প্রমুখ।
খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন একমাত্র গোলদাতা শরিফুল ইসলাম আপু।
ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন সাব্বির হোসেন। খেলা পরিচালনা করেন নাজমুল হুদা, এ কে এম আজাদ কাকন, আব্দুল গাফফার, মোহাম্মদ রানা। ধারাভাষ্যে ছিলেন মোহাম্মদ আশরাফ হোসেন ও মফিজুল ইসলাম। খেলায় চ্যাম্পিয়ন দলকে ২৬০ লিটার ও রানার আপ দলকে ১৭৭ লিটারের ফ্রীজ প্রদান করা হয়।