কলমে রিতুনুর:-
স্বপ্নের সুখ দুঃস্বপ্নে মেলে
রাতের গভীরে যখন পৃথিবী
ঘুমিয়ে যায়,
ভালোনবাসা স্বপ্নের ঘোরে এসে
দুঃস্বপ্নে চুমিয়ে যায়।
ধরা যায়না ছোঁয়া যায় না,
তবু তৃপ্তি মেলে,
হয়তো এতটা আনন্দ মিলতো না কোনদিন
বাস্তবে তাকে পেলে।
বাস্তব বড় রুরহ
বড়োই অদ্ভুত কঠিন জিনিস,
কথায় কথায়
বড় প্রেমও হয় লোভ লালসায় ফিনিস।
তাই অনেকে ভয়ে করে’না প্রেম
কল্পনায় প্রপোজ করে,
তাঁকে নিয়েই জীবনের জল বহুদূর গড়ে।
চাঁদের পানে হাত বাড়ালে
যেমন চাঁদ পাওয়া যায় না
পাওয়া যায় খুঁজে নিরাশা
তবু মানুষ তীক্ষ্ণ ভাবে করে চাঁদের আশা।
এমন কিছু প্রেম আছে
ভয়ে যায় না মানুষ কাছে,
তবু দূলর্ভ প্রেম স্বপ্ন নিয়ে
ঘুমের ঘোরে দুঃস্বপ্নেই মৃত্যু অবধি বহুকাল বাঁচে।