Crime News tv 24
ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কবিতা আমাদেরও আছে বাঁচার অধিকার।

admin
ডিসেম্বর ৮, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

কবি আনোয়ারুল কবির বাবলু:-
***********************************************

আমরা গরিব রিক্সা ওয়ালা
আমাদেরও আছে বাঁচার অধিকার
ক্ষুধার জ্বালায় উপোষ করি
বন্ধ কেন আয় রোজগার।

আমরা গরিব নই কি মানুষ
লাঞ্ছিত হই রাজ পথে
জবাব একদিন দিতে হবে
ছিন্নমূলের ফুটপাতে।

গরিব হয়ে জন্ম নেওয়া
এটাই মোদের অপরাধ
মেধাবীরা গুজব রটায়
মিথ্যা মামলার অপবাদ।

বড় লোকের স্বার্থ রক্ষায়
গরিব পায়না হক বিচার
রিক্সা গাড়ি বন্ধ করছে
বন্ধ হয়না অবিচার।

রিক্সা ওয়ালা শ্রমিক মজুর
সবাই রাষ্ট্রের জনগন
কামাই রোজগার না থাকিলে
করতে হয় যে অনশন।

উপোষ করে বাঁচতে চাইনা
মরতে হলে মরবো
ধ্বনি গরিব বৈষম্য আজ
কুড়াল দিয়ে ভাঙবো।

দেশটা আমার দেশটা তোমার
কিশের তোমার অহংকার
ভেঙে দিব সিংহাসনটা
এটাই মোদের অঙ্গিকার।

আমরা গরিব আমরা শ্রমিক
বাঁচার মত বাঁচতে চাই
মালিক শ্রেনীর পা চেটে নয়
কর্ম করে খেতে চাই।

আমরা মানুষ আমজনতা
রাষ্ট্র চালায় মন্ত্রী আর আমলারা
উন্নয়নের যোগান দেয়
গরিব দুঃখী মুর্খ এই কামলারা।

দুর্নীতি আর পাচারকারী
উচ্চবিত্ত ভন্ডবেশী সমাজদার
সময় থাকতে শুদ্ধ হও
পথ পাবেনা পালাবার।

বন্ধ কেন রিক্সা অটো,
বন্ধ কেন ফুটপাত
আমজনতা ক্ষেপে গেলে
রাজা রাজ্য কপোকাত।