মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
মাদকমুক্ত দেশ গড়ি মাদককে না বলি” এই শ্লোগান ধারণ করে যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপ পরিচালক এর কার্যালয়ের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা মূলক সভাঅনুষ্ঠিত হয়।
আজ ৮ ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল১১ টায়
ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।মূখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাফর উল্লাহ কাজল ও ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ।