মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:-
গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের হ়ল রুমে মাসিক আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের হল রুমে বেলা ১১ টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো,মিজানুর রহমান, গোপালগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা লেঃ কর্নেল তৌহিদ,
র্র্যাব ভাটিয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ , অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, সদর উপজেলা নিরর্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, বাংলাদেশ বেতারের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল মুন্না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নবী নেওয়াজ, দৈনিক যুগের সাথী পত্রিকার স্টাফ রিপোর্টার মনির মোল্যা,আলোর সময় এর মোঃ শিহাব উদ্দিন সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উপস্থিত সদস্যরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক আলোচনা করেন।