বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ-
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা এ-ই প্রতিপাদ্যকে ধারণ করে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার ৯ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করে দিবসটির শুভ সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে মানব বন্ধন ও র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও রাণীশংকৈল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায়
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে
এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত বসাকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আনুয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতের সম্পাদক রজব আলী, নাজিম উদ্দীন ডিজিএম,জামাত নায়েব আমির
মিজানুর রহমান, ফেরদৌস আলম মানিক।
বীর মুক্তিযোদ্ধা রিয়াজুর ইসলাম, প্রেসক্লাব আহবায়ক ছবি কান্ত দেব, বকুল মজুনদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।