স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:-
খুলনার দাকোপ উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকি পূর্ণ এলাকায় দুরোাগ্য ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিবাসন/স্হানচ্যুতি করণ এর ফলে অভিবাসীদের চ্যালেঞ্জ এবং এই সমস্যা সমাধানের জন্য দাকোপ প্রেসক্লাবের গণমাধ্যম কর্মিদের সাথে এ্যাডভোকেন্সি সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ই ডিসেম্বর সোমবার বিকাল ২ টার দিকে উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের হলরুমে খুলনা অঞ্চল কারিতাসের কোডিনেটর ((ডি আর আর সি সি এ) প্রকল্পের মোঃ ইব্রাহিম হোসেন, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুর্যোগ ব্যবস্হাপনা প্রোফেসর মোঃ ইসমাইল হোসেন,, কারিতাসের ফিল্ড অফিসার আলোইসিয়াম গাইন আলোচনা সভায় বক্তরা বলেন,এক জায়গা থেকে অন্য জায়গায় অথাৎ এই চলমানতা হলো জলবায়ু পরিবর্তণের প্রভাব গুলোর প্রতিক্রিয়া।তবে তা অনিবার্য না।একজায়গা খেকে অন্য জায়গায় চলে যাওয়া যে সব সময় নিতী বাচক তেমনটা নয়।জলবায়ু পরিবর্তনে অনেকের পেশায় প্রভাব ফেলেছে।প্রাকতিক বিপর্যয় গুলো আরো গুরুতর হয়ে উঠেছে।ফলে ব্যাস্তচ্যুত হওয়া মানুষের সংখ্যা বাড়তে পারে।সমীক্ষা প্রতিবেদনে বলাহয়, খুলনায় ৪৭ শতাংশ ঘুর্ণিঝড়ের কারণে মাটিতে লবণাক্ততায় ৪৪ শতাংশপানিতে লবণাক্ততায় ৪৩ শতাংশ, নদীর ভাঙ্গনে ১০ শতাংশ। জাতিসংঘের অভিকাসন সংস্হার মতে (আইওএম)এর মতে ২০২২ সালের অভ্যন্তরীণ বাস্তচূতির (তিন কোটি ২৬ লাখ)৯৮ হন্য দায়ী হলো ঝড়,বণ্যা এবং খরা বা অনাবৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় গুলো।
উপস্হিত ছিলেন দাকোপ প্রেক্লাবের গণমাধ্যম কর্মিরা কারিতাসেরমিল অফিসার তাহারিম জাহান,কমিউনিটি ফেসিলেটর চিরজিত সরদার,কমিনিটিফেসিলিটেটর কিরন সরদার, রোমিও নাথ,কালিতারা বিশ্বাস, মানুয়েলরায়, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।