বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৫ নভেম্বর হতে ১০ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ " ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ " শীর্ষক কার্যক্রম বাস্তবায়ন এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদ্ যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতের সম্পাদক রজব আলী, জামায়াতে নায়েবে আমির মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিস সহকারী গোলাম রাব্বানী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে জয়িতাদের ক্রেস দেওয়া হয়।