Crime News tv 24
ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আজ ত্রিশাল হানাদার মুক্ত দিবস পালিত।

admin
ডিসেম্বর ৯, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

মকবুল হোসেন ,ময়মনসিংহ জেলা  প্রতিনিধি:-

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়।  আজ ৯ই ডিসেম্বর সোমবার সকাল ১১ঘটিকায় ত্রিশাল হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও রেলীর এবং শহীদদের স্মরণে মোনাজাত আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহম্মে।

১৯৭১ সালের ৯ ডিসেম্বর এই দিনে ময়মনসিংহের ত্রিশাল থানা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর রাতে মেজর আফসার বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার আনছার উদ্দিন ও কমান্ডার আব্দুল বারীর নেতৃত্বে গভীর রাতে নওধারএলাকা হয়ে সুতিয়া নদী পাড় হয়ে সুতিয়া নদীর পাড়ে অবস্থিত ত্রিশাল থানায় মুক্তিযোদ্বারা হামলা করে। ভোর পর্যন্ত গুলি বিনিময় শেষে রাজাকাররা আত্বসমর্পন করে এসময় বেশ কয়েকজন রাজাকার পালিয়ে যায়। সকালে মুক্তিযোদ্ধের সংগঠক ও তৎকালীন ত্রিশাল থানা আওয়ামীলীগ সভাপতি জৈমত আলী ৯ ই ডিসেম্বর সকালে স্থানীয় নজরুল একাডেমী মাঠে প্রথম পতাকা উত্তোলন করে।
এ সময় ১০ রাজাকারকে আটক করতে সক্ষম হয় মুক্তিবাহিনী। আনন্দ উল্লাসের সময় নিজের বুলেট বিদ্ধ হয়ে ফুলবাড়িয়া গিয়াস উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা শহীদ হয়। এ দিন থেকে বিজয়ের মাসের ৯ই ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস হিসেবে পালিত হয়।