নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা রহনপুর সীমান্তে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় মহিষ আটক করেছেন ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ জানাগেছে ৯ ডিসেম্বর নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অন্তর্গত রহনপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মহিষ চোরাচালান করার পরিকল্পনা করছে এই মর্মে অত্র ব্যাটালিয়নের কাছে একটি গোয়েন্দা তথ্য আসে। তথ্যের ভিত্তিতে ১৬বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান, পিপিএম, পিএসসি এর দিক নির্দেশনায় সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় রহনপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ২১৫ হতে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আড্ডা মোড় নামক স্থানে একটি অভিযান পরিচালনা করে ভারতীয় ৬টি মহিষ আটক করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আটককৃত মহিষগুলোর মূল মালিক পালিয়ে যায়। আটককৃত মহিষের মুল্য ৭লক্ষ টাকা আটককৃত মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।