Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে কমেছে শীতকালীন সবজির দাম ; ক্রেতাদের স্বস্তির নিঃশ্বাস!

admin
ডিসেম্বর ১২, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:-

কুমিল্লার বুড়িচং উপজেলার স্থানীয় হাট বাজার গুলোতে বর্তমানে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। এর ফলে সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

সরজমিনে খোজ নিয়ে জানা গেছে, প্রত্যেক সবজির দাম গড়ে ২০থেকে ২৫টাকা পর্যন্ত কমেছে বলে দাবি করেছেন স্থানীয় খুচরা ও পাইকারী বিক্রেতারা।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেগুন প্রতি কেজি ৫০-৬০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, কচুর লতি ৬০ টাকা, গাজর ১০০ টাকা, প্রতি পিস লাউ ৫০ টাকা, ফুলকপির জোড়া ৬০-৭০ টাকা, টমেটো ১০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, দেশি শসা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুমুখী ৭০ টাকা, জালি কুমড়া ৪০-৬০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৫০-৬৯টাকা, মূলা ৩০-৪০ টাকা ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকা কেজি দরে।

বুড়িচং সদর কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা মোঃ হেলাল, জাকির হোসেন, আলিম,ও গৃহিণী পারভীন , সুলতানা বলেন, দাম একটু কমায় চাহিদামত কেনাকাটা করতে পারছি।