Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ভ্যাট সপ্তাহ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।

admin
ডিসেম্বর ১৩, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

“ভ্যাট দিব জনে জনে,অংশ নিব উন্নয়নে” এই শ্লোগানে ময়মনসিংহে সপ্তাহ ব্যাপী ভ্যাট দিবস পালিত ও ভ্যাট সপ্তাহের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ভ্যাট সপ্তাহ পালনের জন্য আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহ শহরের টাউনহলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ ছালা উদ্দিন রিপন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা এইচ.এম সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সাইদুল আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফয়েজ আহম্মেদ, কর অঞ্চল ময়মনসিংহ এর কর কমিশনার অঞ্জন কুমার সাহা।

বক্তারা বলেন,জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এদেশে নতুন আলোর সূচনা হয়েছে । প্রতিটি ক্ষেত্রে মানুষ খুঁজছে মুক্তির উপায়। সময় এসেছে আবার নতুনভাবে স্বপ্ন দেখার,পুরনো ব্যক্তি কেন্দ্রিক অচলায়তন ভেঙে সুশাসন, ন্যায় ভিত্তিক সমাজ ও পরিবেশ তৈরি হয়েছে। ফলে রাজস্ব প্রশাসন কাঙ্ক্ষিত রাজস্ব আহরণে নির্ভীক ও সচেষ্ট।

দেশের অর্থনীতি শক্তিশালী ও সমৃদ্ধ করতে হবে। তাই সর্বস্তরে কর সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের ত্যাগকে সম্মান জানিয়ে আমাদের সকলকে ভালোবেসে কর দিতে হবে।

ভ্যাট সপ্তাহ উপলক্ষে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইনে ভ্যাট আদায় করবে ময়মনসিংহের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোণা থেকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ব্যক্তি-প্রতিষ্ঠান , বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।