প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ণ
আশাশুনির দুটি প্রাইমারী স্কুল পরিদর্শনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:-
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় দুটি পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী। পরিদর্শনের প্রথমে ২১ নং বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গমন করেন। তিনি স্কুলের পরীক্ষার হল পরিদর্শন করেন। এছাড়া স্কুলের সার্বিক বিষয়ে খোজ খবর নেন। নতুন বছরে নতুন কারিকুরাম অনুযায়ী ক্লাশ পরিচালনা ও ঠিক ভাবে উপকরণ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। পরে তিনি ১৯ নং পাইথালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় দুটির সার্বিক পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর রহমান, আশাশুনি রিসোর্স সেন্টারের সহকারী ইনস্ট্রাক্টর শফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, প্রধান শিক্ষক মুর্শিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত