কলমে রিতুনুর:-
হিম শীতল ঠান্ডা পড়েছে চাদর মুড়িয়ে
গায়ে রেখো সবাই সাবধানে থেকো।
বাহিরে গেলে গরম কাপড় সাথে নিও,
অন্যকে ও সাথে নিতে স্বরণ করিয়ে দিও।
শীতে অনেকেই যায় পিকনিক খেতে,
আনন্দ উল্লাসে,
পরিবার পরিজন নিয়ে
উঠে মেতে মাঠঘাট পথপ্রান্তর এই সময়
শিশিরে ভিজে জবুথবু সেঁতসেঁতে।
ডেঙ্গু জিকা হতে পারে
যেওনা কেউ নোংরা জলাশয়ের ধারে।
শুদ্ধ সুন্দর ভাবে
হেমন্ত কর উজ্জাপন,
পিঠাপুলি খাও ভালো হবে মন।
কাঁচা খেজুরের রস খেতে মানা
জানি এই কথা সকালের জানা।
তোমার আশেপাশে জীবজন্তুর যত্ন নাও
ওদের প্রতি ও সিম্প্যাথি দেখাও।
গরিব দুঃখের মাঝে সামর্থ্য অনুযায়ী
গরম কাপড় কর বিতরণ,
মনে রেখো শীত থাকবে না সারাক্ষণ
মানবতা প্রসারিত করার এটাই শুভক্ষণ।।