মোঃআবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
কুমিল্লার বুড়িচংয়ে জেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে দুই দিন সূর্যের দেখা মেলেনি।
চারদিক কুয়াশায় ঢেকে আছে। রাস্তায় মানুষের চলাচল কম। রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।
মিজানুর রহমান বলেন, আকাশে মেঘ আছে। কুয়াশাও আছে। গতকাল আবহাওয়া পরিস্থিতি যে রকম ছিল, আজকেও তেমনই থাকবে। বৃষ্টিও হতে পারে। আকাশে মেঘ থাকার কারণে সর্বনিম্ন তাপমাত্রা আজকে কিছুটা বেড়েছে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে।
হঠাৎ তীব্র শীত ও ঘন কুয়াশায় নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। রোদ না ওঠায় শহরে মানুষের আনাগোনাও কমেছে। যাঁরা বের হয়েছেন, তাঁরা মোটা ও গরম কাপড় পরে এসেছেন।
ভ্যানচালক নজরুল ইসলাম (৫০) বলেন, ‘এত ঠান্ডা পড়লে কিভাবে ভ্যান চালাবো, দিনের বেলা সূর্যের দেখা যাচ্ছে না। রাতেও ঘন কুয়াশায় প্রচন্ড শীত। কুয়াশাত রাস্তা ঠিকমতো দেখা যাওছে না। বড় গাড়ি সামনত থ্যাকে লাইট দিলে তো আরও কিছু দেখা যাওছে না। জান হাতত লিয়ে রাস্তাত ভাড়া মারোছি।’
তুহিন হাসান রাকিব বলেন, অতিরিক্ত ঠান্ডায় জনজীবন চলাচল কঠিন হয়ে গেছে, খেটে খাওয়া মানুষ সবচেয়ে দূর্ব্যবস্থায় বসবাস করছেন।