স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:-
খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা
হয়েছে।তিন মাস বিএনপির খুলনা জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়।মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সদস্য সচিব করা হয়েছে আবু হোসেন বাবুকে এবং যুগ্ম আহবায়ক হিসাবে আছেন এ্যাডঃ মোমরেজুল ইসলাম। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর)বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষারিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।একই বিজ্ঞপ্তিতে মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এর আগে প্রায় তিন বছর ধরে খুলনা জেলা বিএনপির কমিটি আহবায়ক কমিটি দিয়েই পরিচালিত হচ্ছিল,মেহের পুর জেলা বিএনপির নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও এ্যাঃকামরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।মাগুরা জেলা বিএনপির জন্যেও আংশিক কমিটি গঠন করা হয়েছে,সেখানে আলী আহমেদকে আহবায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করা হয়েছে।