কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের উলিপুর সীমান্ত দিয়ে ভারতে ডিজেল পাচারের সময় একটি নৌকাসহ দুজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ তাদের আটক করে।সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর উপজেলার সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার হবে। এমন সংবাদের প্রেক্ষিতে ব্যাটালিয়নের অধীনস্থ যাত্রাপুর বিওপির একটি টহলদল সীমান্ত হতে ২ কিমি বাংলাদেশের অভ্যন্তরে পোড়ারচর নামক স্থানে নৌকাযোগে অবস্থান করে। পরে দুপুর ১২টার দিকে বিজিবি একটি টহলদল দুজন ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখে তাদের থামানোর সংকেত দেয়। তারা বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাযোগে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল নৌকাসহ তাদের আটক করে। পরে নৌকাটি তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৩৬০ লিটার ডিজেল ভর্তি ১৭টি ব্যারেল জব্দ করে। জব্দকৃত ডিজেল ও নৌকার সিজারমূল্য ১০ লাখ ১২ হাজার ৮৮০ টাকা।
আটককৃত ব্যক্তি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিকাপুর গ্রামের মো. শমসের আলীর ছেলে মো. মনির হোসেন (৩২) এবং কুড়িগ্রামের কচাকাটা থানার কামারচর গ্রামের মো. আলমাস আলীর ছেলে মো. রুবেল হোসেন (২৬)। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক কুড়িগ্রাম থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।