এম.মাসুম আজাদ,ঝিনাইদহ ব্যুরো:-
‘পরিছন্ন পরিবেশ সুস্থ জীবন’ এই শ্লোগান কে সামনে রেখে ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ শনিবার সকালে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আঙ্গিনা পরিষ্কার পরিছন্ন অভিযান শুভ উদ্বোধন করেন ঝিনাইদহের ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাসুদ আলী। উদ্বোধনের সময় তিনি তিনি বলেন মানুষের সুস্থ জীবন যাপনের জন্য পরিষ্কার পরিছন্ন থাকা অপরিহার্য। আমরা আমাদের কর্মস্থল,বাসস্থান নিজেদের দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সুস্থ সুন্দর পরিবেশে বসবাস করতে ও কাজ করতে সবারই ভালো লাগে। এছাড়া ও বলা হয়েছে পরিষ্কার পরিছন্ন ঈমানের অঙ্গ। সুতরাং বিচার প্রার্থী জনগন যেন আদালত অঙ্গনে এসে ধুলাবালি মুক্ত নির্মল পরিবেশ পেয়ে স্বস্তি অনুভব করেন সে জন্যই আমাদের এই অভিযানের মুল লক্ষ।
এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযম, ওয়াজিদুর রহমান, অন্যান্য বিচারকগন ও আদালতের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে দিনব্যাপী আদালত অঙ্গন পরিষ্কার পরিছন্ন অভিযানে অংশ নেন।